তাহিরপুর প্রতিনিধি::
আওয়ামীলীগ নির্বাচন পরিচালনা কমিটির টিম সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বিনয় ভূষন তালুকদার ধর্মপাশা উপজেলার বিভিন্ন বাজার এলাকায় গণসংযোগ করেছেন।
রবিবার (১৫ জুলাই) সকাল থেকে শুরু করে দিনব্যাপী তিনি ধর্মপাশা উপজেলার সুখাইড় দক্ষিন ইউনিয়নের রাজাপুর বাজার, দৌলতপুর বাজার, জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজার, চামরধানী ইউনিয়নের জৌলসা আমজুড়া বাজারে সাধারন জনগনের সঙ্গে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে সঙ্গে ছিলেন সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আঃ সালাম , উপজেলা আওয়ামীলীগ সদস্য মো খান বাহাদুর, সাবেক চেয়ারম্যান মোঃ উসমান গণি তালুকদার, জয়শ্রী ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি মো তোফাজ্জল হোসেন (সানু মিয়া) , জয়শ্রী ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য ডাঃ ধীরেশ সরকার, জয়শ্রী ইউনিয়ন যুবলীগ সভাপতি গৌতম সরকার, সাবেক চেয়ারম্যান মো আঃ রাশেদ তালুকদার, জয়শ্রী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো সেলিম, মোঃ হারুল মিয়া প্রমুখ। উল্লেখ্য গত ৩দিন ধরেই তিনি এ আসনের তাহিরপুর,জামালগঞ্জ ও মধ্যনগর এলাকায় গণসংযোগ করছেন তিনি।
শাল্লায় ছাত্র ইউনিয়নের ২৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের তত্ত্ববধানে শাল্লা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ ঘটিকার সময় শাল্লা ডিগ্রি কলেজের শহিদ মিনার চত্বরে ছাত্রনেতা সমাপন দাসে’র সভাপততিত্বে ও বিমান দাস রাজীবে’র সন্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিরাই ডিগ্রি কলেজের সাবেক ভি.পি, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি, যুব ইউনিয়ন নেতা অ্যাডভোকেট নিরন্জন দাস খোকন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: রইসুজ্জামান, জেলা সংসদের সভাপতি তারেক চৌধুরী, সরকারি কলেজ সংসদের যুগ্ম-আহবায়ক নিমাই সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে সমাপন দাস’কে আহবায়ক, সমীর চন্দ্র দাস, তুহিন কুমার দাস ও চন্দন চৌধুরী’কে যুগ্ম-আহবায়ক এবং অর্পণ চন্দ্র দাস’কে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অনাদি চন্দ্র দাস, অরুপ কান্তি দাস, অজয় কুমার দাস, রজত কুমার দাস, আকাশ চন্দ্র দাস, রাসেল চন্দ্র দাস, প্লাবন চন্দ্র দাস, অবিনাশ চন্দ্র দাস, শশাংক দাস, সত্যজিৎ দাস, সৈকত দাস, রাসমনি দাস, শেখর দাস, অনল চন্দ্র দাস, পংকজ দাস, প্রসেনজিৎ দাস, রন্জন চৌধুরী, গৌতম দাস, সুপ্রজিৎ দাস। কমিটির অপর তিনটি সদস্য পদ কো-অপ্ট রাখা হয়।
জেলা সভাপতি তারেক চৌধুরী অনুমোদিত নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: রইসুজ্জামান।