জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। রবিবার দুপুরে জামালগঞ্জ ডিগ্রী কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ ফেরি ঘাটে এসে পথ সভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল নেতা শাহ নেওয়াজ অপু, মিনহাজুল হক, আল আমিন, অপু তালুকদার, আনাশ, মুরাদ, মো. একরাম, আরিফ, মহি উদ্দিন, নুরে আলম, নেছার আহম্মদ প্রমূখ।
বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সকল মামলা প্রত্যাহার না করলে দেশজুড়ে গণআন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন।