স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ পৌর শহরের আরপিননগর এলাকার বাসিন্দা সাবেক মন্ত্রী ও সাংসদ, মুক্তিযোদ্ধা মেজর (অব.) ইকবাল হোসেন চৌধুরী ১৭তম মৃত্যুবার্ষিকী কাল ২০ জুন। তিনি ২০০১ সালের এই দিনে মারা যান। ইকবাল হোসেন চৌধুরী ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় সেখান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরবর্তীতিতে তিনি রাজনীতিতে যুক্ত হন। তিনি এরশাদের মন্ত্রীসভার সদস্য ছিলেন। সুনামগঞ্জ-৪ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তার স্ত্রী বেগম মমতাজ ইকবালও মহাজোট থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন। কিছুদিন পরেই তিনি মারা যান।
ইকবাল হোসেন চেšধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আরপিননগরস্থ নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।