রাজন চন্দ, তাহিরপুর
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনের কয়েকঘন্টা পুর্বে গভীর রাতে গঠিত বিভিন্ন উপজেলা ছাত্রলীগের গঠিত কমিটি অবৈধ ঘোষনা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।
আজ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে এ প্রতিবেদককে মুঠোফোনে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন। তিনি জানান, কেন্দ্রীয় কমিটিকে অবহিত না করে সম্মেলনের দিন তড়িগড়ি করে গঠিত এ কমিটিগুলো সম্পুর্ন অবৈধ।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর, জামালগঞ্জ,ধর্মপাশা,মধ্যনগর,ছাতক ও দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের কমটি অনুমোদন দেন জেলা ছাত্রলীগের বিলুপ্ত হওয়া আহবায়ক আরিফ উল আলম ও যুগ্ম-আহবায়ক সোহেল রানা,মাসকওয়াত জামান ইন্তি এ ইউনিগুলোর কমিটি অনুমোদন দেন।
কমিটি গঠনের ১২ ঘন্টার মধ্যে এসব কমিটি অবৈধ ঘোষনা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।
এ দিকে এসব কমিটিকে অবৈধ ঘোষনা করায় জেলার তৃনমুল ছাত্রলীগের নেতাকর্মীরা অভিনন্দন জানান কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দকে।