সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের গণ সংযোগ অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকালে মধ্যনগর থানায় তিনি উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে গণ সংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, বিএনপি’র নেতা চানমিয়া মাষ্টার, সাখাওয়াত হোসেন, বাবুল আহম্মেদ, খসরুজ্জামান, যুবদল নেতা রাসেল, আবু জহুর, উপজেলা ছাত্রদল নেতা নাছরুম, মাহবুব। মধ্যনগর থানার বিএনপি’র সভাপতি মো. সবুজ মিয়া, সাধারন সম্পাদক আবুল বাশার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু, যুবদল নেতা কামাল হোসেন, রিপন তালুকদার, ছাত্রদল নেতা হিল্লুল, মিশু, বাপ্পী হাসান প্রমূখ।
গণ সংযোগ কালে কামরুজ্জামান কামরুল বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আন্দোলনের জন্য সাংগঠনিক ভাবে প্রস্তুতি নিচ্ছি। বিএনপির পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে দলের নেতা কর্মীদের উজ্জীবিত করা হচ্ছে। বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। তাহিরপুর ও মধ্যনগর নেতা কর্মীদের সাথে নিয়ে গণ সংযোগ করার জন্য ছুঠে এসেছি। এ ছাড়া তিনি মধ্যনগর থানার বংশী কুন্দা উত্তর, বংশী কুন্দা দক্ষিণ, চামার দানী সহ ইউপি সহ মহেষ খলা বাজার, মধ্যনগর বাজার, চামারদানী বাজার, টুকের বাজার, আবিদনগর বাজারে গণ সংযোগ করেন।