স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারাইনপুর ইসলামি আদর্শ সমাজ কল্যাণ পরিষদ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্টানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, জ্যামিতিবক্সসহ শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ আইনজীবী ও জনপ্রতিনিধি মো. বুরহান উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তি রাণী দাস, সংগঠনের সভাপতি ফরহাদ আহমদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মামুনসহ স্থানীয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ।