সাইফ উল্লাহ::
জামালগঞ্জে কৃষকলীগের ৪ ইউনিয়নের আহবায়ক কমিঠি গঠন করা হয়েছে। সোমবার জামালগঞ্জ কৃষকলীগের অস্থায়ী কার্যালয় জেলা কৃষকলীগের আহবায়ক কমিঠির সদস্য নিজাম নূরের উপস্থিতে উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত আহবায় আলী আমজাদ ও উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শামসুল আলম এর যৌথ স্বাক্ষরে ৪ টি ইউনিয়নের কৃষক লীগের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিঠি গঠন করা হয়। ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিঠিতে জামালগঞ্জ সদর ইউনিয়নে আহবায়ক নির্বাচিত হন সিদ্দিকুর রহমান ও সদস্য সচিব সানোয়ার আলম সান্টু,ফেনারবাকঁ ইউনিয়নের আহবায় একলেমুরেজা চৌধুরী ও সদস্য সচিব রঞ্জু তালুকদার,সাচনা বাজার ইউনিয়নে আহবায়ক আব্দুর রহমান ও সদস্য সচিব আলী হোসেন,ভীমখালী ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আলা উদ্দিন আলালও সদস্য সচিব মোহাম্মদ আলী । কমিটি গঠন শেষে কৃষকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক এর সভাপতিত্বে সাধারন সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন কৃষকলীগনেতা জালাল মিয়া,ফয়জুনুর,শ্যামল তালুকার,হৃদয় লাল দাস ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান তারেক প্রমুখ্ ।