1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বঙ্গবন্ধুর ভাষণ জাতিসংঘের প্রামাণ্য ঐতিহ্য স্বীকৃতি: সুনামগঞ্জে বর্ণাঢ্য উদযাপন

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ৪.১৬ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এর অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্বপ্রামান্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি পাওয়ায় সুনামগঞ্জ জেলা প্রশাসন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার সকালে সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
সহকারি কমিশনার নাহিদ হাসান খানে সঞ্চলনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ- মৌলভিবাজার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আলী আমজাদ, সিভিল সার্জন আশুতোষ দাশ, পিপি খাইরুল কবির রুমেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার হাজী নুরুল মোমেন, অ্যাড. রইছ উদ্দিন আহমেদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক সেলিম আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম শাম্মী, সেলিনা আবেদীন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা কৃষক লীগের নেতা আবুল কাদের শামছু, জেলা সেচ্চা সেবক লীগের সহ সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণের মাধ্যমে সবাইকে সংগ্রামের জন্য নিজেরে অধিকাররে জন্য ভাষন দেওয়া হয়েছিল। তিনি বাঙালীকে স্বপ্ন দেখিয়েছিলেন একটা সোনার বাংলাদেশ গড়ার। কিন্তু তাকে ৭৫ এ কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ১৫ আগষ্ট সহ পরিবারে তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যার মাধ্যমে বাংলাদেশকে এক কলুষিত রাষ্ট্রে পরিনিত করার প্রক্রিয়া মেতে গিয়েছিল মোস্তাকের প্রেত্মারা। বক্তারা আরো বলেন, বিশ্বের সকল বড় বড় রাষ্ট্র নায়করা ভাষণ দিয়েছিলেন লিখিত, কিন্তু বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছে মন থেকে। তার এই ভাষণকে আজ ইউনিস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এর অন্তর্ভূক্তি করায় আমরা আজ গর্বিত।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!