1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ বন্যার্তদের সহায়তায় সোহরাওয়ার্দীতে সিনেমার প্রদর্শনী ছাত্রলীগের সাবেক নেতা পান্নার ‍মৃত্যু নিয়ে কথা বললো মেঘালয় পুলিশ

দিরাইয়ে জেলে হত্যার প্রতিবাদ, ফুঁসে উঠছে এলাকাবাসী

  • আপডেট টাইম :: শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ১২.১৮ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামের নিরিহ জেলে আব্দুল হান্নান ওরফে রাষ্ট্র মিয়া (৪৮) হত্যাকান্ডের প্রতিবাদ, আসামীদের গ্রেফতার ও ভাসান পানিতে মাছধরার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসুচি পালন এবং গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় বাংলাবাজারে নিহতের স্বজনসহ আশ পাশের কয়েকটি গ্রামের সহ¯্রাধিক মানুষ এসব কর্মসুচি পালন করে।
দুপুর ১২টায় আবদুল জাহেদ মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা আওয়া মীলীগ সদস্য আমিন আলীর পরিচালনায় বাংলাবাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, এলাকার মুরব্বি গিয়াস উদ্দিন মুক্তিযোদ্ধা নরুল ইসলাম, আবুল কালাম, ইয়াছিন মিয়া,মতিউর রহমান, সাইদুল ইসলাম, তফাজ্জুল,রিয়াজ উদ্দিন, ওয়াহিদনুর,সাইফুল ইসলাম সহ নিহতের স্ত্রী আবিদা খাতুন, ছেলে ইমান আলী ও আবুল হোসেন।
মানববন্ধন শেষে বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন করা হয়। এতে লখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। লিখিত বক্তব্যে তারা বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত রফিনগর ইউনিয়নের সেচনী গ্রাম। প্রায় দেড় হাজার লোকের বসবাস এ গ্রামে। গ্রামের অধিকাংশ মানুষ কৃষক ও জেলে। এলাকার দূর্বল ও অসহায় একটি গ্রাম। আমাদের পাশের গ্রাম খাগাউড়া। হিন্দু সম্প্রদায়ের বিশাল এ গ্রামটিতে প্রায় ছয় হাজার লোকের বসবাস। সম্পদ এবং রাজনৈতিকভাবে গ্রামটি অত্যন্ত প্রভাবশালী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট অভিরাম তালুকদার এই গ্রামের লোক হওয়াতে এলাকায় ব্যাপক প্রভাব রয়েছে গ্রামটির। এবারের অকাল বন্যায় হাওর তলিয়ে যাওয়ায় আমাদের গ্রামের মানুষ একেবারেই অসহায় হয়ে পড়ে। গত ৩নভেম্বর দিবাগত রাতে আমাদের গ্রামের একেবারেই হতদরিদ্র পরিবারের কয়েকজ জেলে জীবিকার তাগিদে মাছ ধরার জন্য পার্শবর্তী জামারগঞ্জ উপজেলার ভছার হাওরে গেলে সেখানে গিয়ে খাগাউড়া গ্রামের প্রভাবশালী শৈলেন তালুকদার, নিখিল তালুকদার ও অভিরাম তালুকদারের নেতৃত্বে শতাধিক লোক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হাওরে মাছ ধরা অবস্থায় ঐ জেলেদের উপর হামলা চালিয়ে ছয়জনকে গুরুতর আহত করে আমাদের গ্রামের আব্দুল হান্নান ওরফে রাষ্ট্র মিয়া (৪৮)কে ধরে নিয়ে গিয়ে তাকে হত্যা করে লাশ হাওরে ফেলে যায়। পরদিন ৪নভেম্বর হাওরে তার লাশ ভেসে উঠে।
জামালগঞ্জ থানা পুলিশ সে লাশ উদ্ধার করে। আহতদেরকে সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে চার জনের অবস্থা এখনও আশ্কংাজনক। এমতাবস্থায় ৫ নভেম্বর নিহত আব্দুল হান্নান ওরফে রাষ্ট্র মিয়ার স্ত্রীর ভাই সেচনী গ্রামের মতিউর রহমান বাদী হয়ে খাগাউড়া গ্রামের শৈলেন তালুকদার, নিখিল তালুকদার ও অভিরাম তালুকদারসহ ৩১জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১৫জনকে আসামী করে জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। বক্তারা দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!