1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

জামালগঞ্জে অবৈধ অটো রিক্সায় অতিরিক্ত ভাড়া আদায়

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭, ৩.৩৩ পিএম
  • ৫১৩ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জে অবৈধ অটো রিক্সা ও ব্যাটারী চালিত অটো ও মটর বাইকের অতিরিক্তি ভাড়া বৃদ্ধির কারনে অতিষ্ট উপজেলার জন সাধারন। এ নিয়ে প্রতিনয়িতই যাত্রী ও চালকদের সাথে বাক বিত-া এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে। পূর্বে যেখানে ভাড়া ছিল ৪-৫ টাকা সেখানে দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে অবৈধ টমটম ও ব্যাটারী চালিত অটো রিক্সার চালকরা। এদের বেপরোয়া দৌরাতেœ্যর কারনে যাত্রীরা নিরুপায় হয়ে অতিরিক্তি ভাড়া গুনতে বাধ্য হচ্ছেন। অতিরিক্তি ভাড়া প্রদানে অপারগতা প্রকাশ করলে প্রায়ই চালকদের সাথে যাত্রীদের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে নির্ধারিত নিয়মনীতি না থাকায় এবং ভাড়া নির্ধারনে কোন সীমাবদ্ধতা না থাকায় এসব পরিবহনের চালকরা যেভাবে পারছে বিভিন্ন রোডে জোরপূর্বক ভাড়া নির্ধারনও আদায় করে নিচ্ছে। অপর দিকে এসব পরিবহন চালকদের প্রতিষ্টানিক কোন প্রশিক্ষণ না থাকায় প্রতিনিয়ত দূর্ঘটনা শিকার হচ্ছেন যাত্রীরা। খোজঁ নিয়ে জানাগেছে,জামালগঞ্জ সদরের অভ্যান্তরের নিকটবর্তী স্টেশন গুলোতে যাত্রী চলাচলে অটোরিক্সা টমটম ও মটরবাইক রাস্তা ভাংগার অজুহাত দেখিয়ে যাত্রীদের জিম্ম করে অতিরিক্তি ভাড়া আদায় করছে। জামালগঞ্জ মডেল হাই স্কুল থেকে আটগাও, মাহমুদপুর, কারেন্টর বাজার পর্যন্ত ৪ কিলো মিটার রাস্তায় যেখানে অটো রিক্সার ভাড়া ছিলো ১০ টাকা। রাস্তা ভাঙ্গার অজুহাত দেখিয়ে রাস্তাকে দু-ভাগে ভাগ করে এপার –ওপারে ১০ টাকা করে দুপারে ২০ টাকা গুণতে হচ্ছে সাধারণ যাত্রীদের। শাহপুর বাধঁবাজার থেকে জামালগঞ্জ সদরে জনপ্রতি ৫ টাকার ভাড়া নির্ধারণ থাকার পরও চালকরা ১০ টাকা করে আদায় করছে। এদিকে জামালগঞ্জ খেয়াঘাট থেকে সেলিমগঞ্জ বাজার পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তায় ভাড়া ছিলো ৬০ টাকার স্থলে ৮০ টাকা কওে আদায় করা হচ্ছে। জামালগঞ্জ থেকে নোওয়াগাও বাজার ১০ কিলোমিটার রাস্তায ১৫ টাকার স্থলে ২৫ টাকা করে নেওয়া হচ্ছে। মডেল হাই স্কুল থেকে তেলিয়া নতুনপাড়া হাফ কিলোমিটার ৫ টাকার জায়গায় আদায় করছে ১০ টাকা, পাশ্ববর্তী নতুন পাড়া ভাড়া নিচ্ছে ১৫ টাকা। এমনকি মাঝে মধ্যে বৈদ্যুতিক লোডশেডিং অজুহাতে অতিিিক্ত ভাড়া আদায়ের অন্তহীন অবিযোগ রয়েছে। এ নিয়ে প্রতিদিন যাত্রীদের সাথে ঝগড়া হাতাহাতির ঘটনাও ঘটছে। অনেক ক্ষেত্রে বেপরোয়া চালকরা নিরিহ যাত্রীদের শ্লীলতাহানীসহ নানা ভাবে হয়রানী করার অভিযোগ উঠেছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান বলেন, নির্ধারিত ভাড়ার অতিক্তি যারা আদায় করবে তাদেরকে মোবাইল কোটে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!