স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈগাঁও গ্রামে পানিতে ডুবে জাবেদ আহমদ নামের ৫ বছর বসী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সদর ইউনিয়নের নৈগাঁও গ্রামের বাসিন্দা রাহিজ আলীর ছেলে জাবেদ আহমদ দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। হঠাৎ করেই খেলতে খেলতে সে বাড়ির লোকদের অগোচরে সে বাড়ির পাশের একটি বিলে পানিতে ডুবে যায়। তাকে অনেক খোজাখুজি করেও না পেয়ে প্রতিবেশিরা দেখতে পান বাড়ির সামনের জলাশয়ে তার লাশ দেখা যাচ্ছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে। তবে এর আগেই মারা যায় শিশুটি।
দোয়ারাবাজর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক পানিতে ডুবে শিশুর মৃত্যুল বিষয়টি নিশ্চিত করেছেন।