স্টাফ রিপোর্টার::
বর্ষার বিড়ম্বিত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দলের প্রাণপ্রিয় কর্মীদের ঢল নেমেছিল সুনামগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায়। নির্ধারিত কর্মসূচি হলেও এ যেন ছিল এক প্রাণবন্ত জাগরণ, এক অব্যক্ত আকাঙ্ক্ষার জোরালো বহিঃপ্রকাশ। সবার দাবি একটাই, আগামী জাতীয় নির্বাচনে তৃণমূলের সাহস ও প্রেরণার অগ্নিনাম এডভোকেট নূরুল ইসলাম নূরুলকে দলীয় প্রার্থী চাই।
শুক্রবার রাত সাড়ে সাতটায় আল জান্নাত কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভাটি ধীরে ধীরে রূপ নেয় এক বিশাল গণসমাবেশে। সেখানে উঠে আসে একটি অভিন্ন দাবি-সুনামগঞ্জ-৪ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন চাই ত্যাগী ও পরীক্ষিত নেতা এডভোকেট নূরুল ইসলাম নূরুলকে।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ জুনেদ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ১ম যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু। অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম।
৬নং ওয়ার্ডের নেতাকর্মীরা বলেন, নূরুল ইসলাম নূরুল আমাদের সাহস ও প্রেরণার নাম। দলের দুঃসময়ে অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ এক সাহসী নেতা। তিনি শুধু একজন রাজনীতিক নন, তিনি হচ্ছেন আন্দোলন-সংগ্রামের প্রতীক, ছাত্রদল থেকে উঠে আসা সোনালি সময়ের সন্তান। এক সময়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হয়ে তিনি জেলার প্রতিটি তৃণমূল কর্মীর পাশে দাঁড়িয়েছেন। জুলুম, নির্যাতনের কালো দিনে তিনি ফ্যাসিবাদী শাসনের বিপরীতে বুক চিতিয়ে লড়েছেন। অভয় দিয়েছেন নেতাকর্মীদের।
বক্তারা আরো বলেন, গত ১৭ বছর ধরে তিনি যেভাবে নেতাকর্মীদের আগলে রেখেছেন, সংগঠনের চাকা সচল রেখেছেন তা নিঃসন্দেহে অনন্য। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশির্বাদ নিয়ে তিনি প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাগিনীর ভয়ে কখনো পিছু হটেননি। যাঁরা সত্যিকারের ত্যাগের মাপকাঠিতে প্রার্থিতা চান, তাঁরা আজ একক কণ্ঠে বলছেন নূরুলই আমাদের আগামী দিনের প্রতিনিধি। বক্তারা সব ষড়যন্ত্র মোকাবেলা করে এডভোকেট নূরুল ইসলাম নূরুলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, আতম মিছবাহ, এডভোকেট শেরেনূর আলী, রেজাউল হক, নজরুল ইসলাম, আবুল কালাম, যুবদলের সহ-সভাপতি সোহেল আলম, জাসাসের জেলা সদস্যসচিব মোনাজ্জির হোসেন সুজন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা ফেরদৌস লিপন, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন রশিদ এবং আমানুল হক রাসেল প্রমুখ।
সভায় ৬নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া থেকে নারী-পুরুষের বর্ণাঢ্য মিছিল এসে যোগ দিলে অনুষ্ঠানটি হয়ে প্রানবন্ত। শেষ পর্যন্ত অংশগ্রহণকারীরা এক কণ্ঠে দাবি জানান, জাতীয়তাবাদী শক্তির বীর পুরুষ জেলার সাহসী, নিষ্ঠাবান, কর্মীবান্ধব এডভোকেট নূরুল ইসলাম নূরুলই যেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির আগামী নির্বাচনের প্রার্থী হোন। তৃণমূল তার অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন নেতৃবৃন্দ।