1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন

সাংবাদিক আব্দুস সালামকে প্রাণনাশের হুমকি

  • আপডেট টাইম :: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ৩.৫৫ পিএম
  • ৩৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রপর্িোটার ::
একুশে টলেভিশিনরে সুনামগঞ্জ জলো প্রতনিধিি মো. আব্দুস সালামকে প্রাণনাশরে হুমকি দয়ো হয়ছে।ে এ ব্যাপারে হুমকদিাতা মাহবুবুল হক শরেনিরে বরিুদ্ধে সুনামগঞ্জ সদর মডলে থানায় সাধারণ ডায়রেি (জডি)ি করা হয়ছে।ে রোববার সকালে সাংবাদকি মো. আব্দুস সালাম নজিরে নরিাপত্তা চয়েে সাধারণ ডায়রেি করনে। যার নং- ৫১৫/১৭।
অভযিোগ সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজলোর মরিপুর ইউনয়িনরে শ্রীরামসি গ্রামরে মৃত শফকিুল হকরে ছলেে হুমকদিাতা মাহবুবুল হক শরেনি গত শনবিার সন্ধ্যা সাড়ে ৬টায় মোবাইল ফোনে সাংবাদকি মো. আব্দুস সালামকে ফোনে বলনে, রোববার দনিরে মধ্যে সলিটে গয়িে তার সাথে দখো করত।ে দখো না করলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রাণে মারা হবে বলে অভযিোগে উল্লখে করা হয়।
সাংবাদকি আব্দুস সালাম জানান, মাহবুবুল হক শরেনিরে বরিুদ্ধে একাধকি মামলা রয়ছে।ে তার বরিুদ্ধে নানা অভযিোগরে তথ্য অনুসন্ধানে ২০ আগস্ট একুশে টভি’ির জলো প্রতনিধিি মো. আব্দুস সালাম শ্রীরামসি গ্রামে যান। এ সময় মাহবুবুল হক শরেনি বভিন্নিভাবে তাকে ম্যানজে করার চষ্টো করনে। এতে কাজ না হওয়ায় সাংবাদকি আব্দুস সালামকে প্রাণনাশরে হুমকি দয়ো হয়।
পুলশি সুপার মো. বরকতুল্লাহ খান জানান, বষিয়টি পুলশিরে তরফ থকেে খােঁজ-খবর নয়ো হচ্ছ।ে

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!