1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কোটা আন্দোলনে নিহত আবু সাঈদের পরিবার পেল সাড়ে ৭ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাজাকার বলিনি, আমার বক্তব্য বিকৃত করা হয়েছে : প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের দুই সমন্বয়কের সঙ্গে সরকার পতনের আলোচনা হয় ভিপি নুরের! শিক্ষিত প্রজন্মের কাছে আমরা সম্মান চাই: বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী এমপি এভাবে রাষ্ট্রের ধ্বংস মানতে পারছি না: প্রধানমন্ত্রী আন্দালিব রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে কোটা আন্দোলন সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী : কাদের গবেষক দীপংকর মোহান্ত সুনামগঞ্জ পিটিআইয়ে সুপার হয়ে আসায় কবি লেখকদের ফুলেল শুভেচ্ছা সুনামগঞ্জে শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শীথিল সিলেটসহ ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ইতালির লিগ পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতলো ইন্টার মিলান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১২.০০ পিএম
  • ৩১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মিলান ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই ইতালিয়ান লিগের শিরোপা জিতলো ইন্টার মিলান। দুই মৌসুম পর আবারও লিগ জয়ের আনন্দ ইন্টার ভক্তদের দ্বিগুণ হয়েছে মিলানকে হারিয়ে শিরোপা নিশ্চিত করায়। রাতে আরেক ম্যাচে রোমাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন আরও রঙ্গিন করেছে ব্লোনিয়া।

চলতি মৌসুমের শুরু থেকেই দাপুটে পারফর্ম করে আসছিল ইন্টার মিলান। সোমবার (২২ এপ্রিল) রাতে লিগের ৩৩তম রাউন্ডে মিলান ডার্বিতে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান ও ইন্টার মিরান। জয় পেলেই চিরশত্রুর মাঠে শিরোপা উৎযাপনের সুযোগ ইন্টারের সামনে। এমন সমীকরণের ম্যাচে ১৮ মিনিটে বেঞ্চামিন পাভার্টের অ্যাসিস্টে ফ্র্যানসেস্কো অ্যাসেরবির গোলে লিড নেয় ইন্টার। ঘরের মাঠে ইন্টারকে উৎসব করতে না দেয়ার সব রকম চেষ্টাই করে এসি মিলান। তেব গোল পাচ্ছিলোনা রোসানেরিরা। উল্টো ৪৯ মিনিটে একক প্রচেষ্টার অনবদ্য এক গোল করে ফ্রান্সের স্ট্রাইকার মার্কোস থুরামের গোলে লিড দ্বিগুণ করে ইন্টার।

ম্যাচের ৮০ মিনিটে এক গোল শোধ করে ইন্টারের জয় থামানোর ইঙ্গিত দেন ফিকায়ো তোমোরি। তবে সফল হতে না পেরে ম্যাচের ইনজুরি সময়ে মেজাজ হারা মিলান ফুটবলাররা। বিবাদে জড়ালে মিলান অধিনায়ক হার্নান্দেজ, ক্যালাবিয়া আর ইন্টারের ডামফ্রিজকে লাল কার্ড দেখান রেফারি। তবে আর কোন গোল না হওয়ায় নিজেদের ২০তম লিগ শিরোপ নিশ্চিত করার আনন্দে মাতে ইন্টার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!