ভ্রাম্যমাণ প্রতিনিধি::
জামালগঞ্জে পরিবার পরিকল্পনা সম্পর্কে অবহিত করন বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রশিক্ষণ কেন্দ্রে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল এজেন্স ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী। উপজেলা ডেবেলাপমেন্ট ফেসিলেটেঁর ইউডিএফ মো.আকতার আহসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মনিসর চেšধুরী,ডা.প্রিয়াংকা পাল চেšধুরী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিল্লুর রহমান প্রমূখ।