হাবিবুর রহমান-হাবিব, শাল্লা থেকেঃ
পাহাড়ি ঢল ও বর্ষণে ফসলরক্ষা বাধ ভেঙ্গে ফসল তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সিলেটের মতিন রাজিয়া ফাউন্ডেশন প্রিমিয়াম ফিস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২৬ আগস্ট শনিবার শাল্লা উপজেলা গণমিলনায়তনে উপজেলার সাধারণ কৃষক পরিবারের মধ্যে চাল, ডাল,তেল, লবণ, মরিছ, পেঁয়াজ ৩ শত অসহায় কৃষক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন মতিন রাজিয়া ফাউন্ডেশন প্রিমিয়াম ফিস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচালক কল্লোল আহমেদ, সিনিয়র এ এস পি মুস্তাফিজ, লন্ডন প্রবাসী আলমগীর কুমকুম, যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমেদ, বৃটিশ মিডিয়ার বাংলাদেশ প্রতিনিধি জহির চৌধুরী, মতিন রাজিয়া ফাউন্ডেশন প্রিমিয়াম ফিস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজার আহমেদ মনির চৌধুরী, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক বকুল আহমেদ তালুকদার, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।