স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-১ আসনের উত্তেজনাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করে আলোচনায় সিলেট বিভাগের একমাত্র নারী প্রিসাইডিং অফিসার লিপি রানী দাশ। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা্াজার ইউনিয়নের কালাগাজি ভোট কেন্দ্রে তিনি প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। লিপি রানী দাশ জামালগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য ঝূকির কারণে সরকার সাদারণত কোনও
নারীকে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ করেনা। কিস্তু কর্মক্ষেত্রে দক্ষতা ও সাংগঠনিক প্রজ্ঞা বিবেচনায় নিয়ে জামালগঞ্জ উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা লিপি রানী দাশকে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। লিপি রানী দাশ প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিষ্টা, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তিনি প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগেই জামাত বিএনপির ভোট বর্জন ও নাশকতার হুমকির মধ্যেও কেন্দ্রকে সুরক্ষিত রাখেন তিনি।