1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ৩৩ গুণ বেড়ে ৮,৮০০ কোটির বেশি, অর্থনীতিবিদরা বলছেন পাচার সন্দেহ ছাতকে যৌথ বাহিনীর অভিযানে ৯টি বালুবাহী নৌকা জব্দ, আটক ৭ ইরানের বিরুদ্ধে সামরিক হস্থক্ষেপে ট্রাম্পকে সংযতের আহ্বান বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১৬ জন আটক, ২টি নৌকাও জব্দ সুনামগঞ্জ চেম্বার ১১ মাস ধরে অচল, আইআরসি নবায়ন ও আমদানি কার্যক্রমে চরম অনিশ্চয়তা ভারত-মেঘালয় সীমান্তে রাতের কারফিউ, সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আ. লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রচারণা নিষিদ্ধ ভারত, পাকিস্তান যুদ্ধ: ‘জেতেনি কেউ’ দোয়ারাবাজারে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করার জেরে বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত কলেজ ছাত্র পুলিশের হাতে মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত, এপিবিএনের কাছে থাকবে

স্বাস্থ্যখাতে ভোগান্তি কমাবে স্বাস্থ্যসেবা অ্যাপ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৭.৪০ পিএম
  • ১১৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ঢাকা শহরের সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীরা নানা ধরনের ভোগান্তির শিকার হন। এর মধ্যে উল্লেখযোগ্য হারে রিপোর্ট নেওয়ার সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনলাইনে মাধ্যমে সহজে রিপোর্ট নেওয়াসহ সকল ধরনের ভোগান্তি দূর করবে মাজেদাটেক লিমিটেড এর স্বাস্থ্যসেবা অ্যাপ।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মাজেদাটেক লিমিটেড কম্পানি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। এ সময় ‘মাজেদাটেক স্বাস্থ্যসেবা’ অ্যাপটির সঙ্গে উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘মানুষের জীবনকে আরো সহজীকরণের লক্ষ্যে মাজেদাটেক লিমিটেড স্বাস্থ্যসেবা নামে নতুন একটি অ্যাপ উদ্ভাবন করেছে। এর মাধ্যমে রোগীরা খুব সহজে বাড়িতে বসে বিল ও ডায়াগনস্টিক রিপোর্টসহ হাসপাতালের নানা ধরনের তথ্য পাবেন।’
বক্তারা আরো বলেন, ‘এই অ্যাপের অটোমেশনের ফলে হাসপাতালে কাগজ ও কলমের ব্যবহার অনেক কমে যাবে। পাশাপাশি সময় ও অর্থের সাশ্রয় হবে এবং চিকিৎসকরা দ্রুত রোগীর শারীরিক অবস্থার বৃত্তান্ত হাতে পেয়ে যাবেন। এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্ট সংরক্ষণ সংক্রান্ত ঝামেলা এড়াতে পারবেন।’
সংবাদ সম্মেলনে মাজেদাটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম বলেন, আমরা একটা স্বাস্থ্য সেবায় অ্যাপ তৈরি করেছি। এতে আমাদের বাণিজ্যিক কোনো ফায়দা নেই। আমাদের এই অ্যাপ তৈরি করার লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষ পৃথিবীর যেকোনো জায়গায় বসে স্বাস্থ্যসেবা নিতে পারেন। যে কেউ প্লে স্টোর থেকে আমাদের এই অ্যাপটা বিনামূল্যে নামিয়ে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে ডাক্তারের এপয়েন্টমেন্ট নেওয়া, বিল পরিশোধ করা, রিপোর্ট দেখাসহ যাবতীয় কাজ করতে পারবেন। এর মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ রোগী এবং ডাক্তারের ডিটেইলস তথ্য পাবেন।’
তিনি আরো বলেন, ‘এ অ্যাপসটির মাধ্যম প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়া যাবে এবং সমস্ত হাসপাতালকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা যাবে। রোগীর বিলিং, প্রেসক্রিপশন এবং ডায়াগনস্টিক রিপোর্ট ডিজিটালাইজ করা হবে। এতে রোগী সহজে সকল তথ্য সংরক্ষণ করতে পারবে। হাসপাতাল কর্মচারীদের জরুরি কাজে ব্যস্ত রেখে সেবার মান বাড়ানো, হাসপাতালের সাথে সরাসরি যোগাযোগ, দুর্নীতি কমানো এবং সর্বপরি পরিবেশবান্ধব ব্যবস্থা প্রণয়ন করবে এ অ্যাপসটি।
মাজেদাটেক কম্পানি তাদের এই অ্যাপসটির কার্যক্রমের শুরুতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এলাইড সায়েন্স, নিউরো সায়েন্স হাসপাতাল, কিডনি হাসপাতাল এবং নভোএয়ার হাসপাতালে সেবা প্রদান করবে। তবে এখন তারা এ হাসপাতালগুলোতে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাজেদাটেক লিমিটেডের সেলস ও মার্কেটিং পরিচালক নুসরাত জাহান রোদেলা, বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক মো. শওকত জাহান, কো-ওর্ডিনেটর ব্যবস্থাপক মো. মোর্সালিন ভুইয়া, মার্কেটিং ব্যবস্থাপক মো. মামুনসহ মাজেদাটেক লিমিটেডের কর্মকর্তাবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!