1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার উদ্বোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৮.২৫ এএম
  • ৭১ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চিকিৎসকদের বৈকালিক চেম্বার উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ জেলার মধ্যে একমাত্র ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার উদ্বোধন হওয়ায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়েছে ছাতক। বৃহস্পতিবার ভার্চুয়ালভাবে সারা দেশের ন্যায় ছাতকে বৈকালিক চেম্বারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক। এ উপলক্ষে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহমদ হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ডা. সাইদুর রহমান, ডা. সুয়েব আহমদ, ডা. ফাতেমাতুজ জহুরা, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহমদ হোসেন বলেন, সরকারি দায়িত্ব পালন শেষে বিকেল ৩ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত একজন ডাক্তার বৈকালিক চেম্বারে বসে স্বাস্থ্য সেবা দেবেন। এ ক্ষেত্রে প্রতি রোগীকে সরকারি নির্ধারিত ২০০ টাকা ফিস দিতে হবে। কনসালটেন্টের ক্ষেত্রে ফিস দিতে হবে ৩০০ টাকা। সরকারি এ হাসপাতালে বৈকালিক চেম্বারে স্বাস্থ্য সেবা গ্রহনের পথ সুগম করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী বলেন, ইতিমধ্যে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি মডেল হাসপাতালের স্বীকৃতি লাভ করেছে। হাসপাতালের এ গৌরব ধরে রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!