জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাার সাচনাবাজার ইউনিয়নের সচেতন জনগণের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে উপজেলার সাচনা বাজারের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। সাচনা বাজার ইউনিয়নের সচেতন জনগণের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা গয়েচাঁন বিশ্বাস, ইউপি সচিব প্রদীপ কুমার রায়’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শামীম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, স্থানীয় গন্যমান্য ব্যক্তি আজির উদ্দিন, মিজবাহ, জয়নাল আবেদীন, হেলাল উদ্দিন, আহম্মেদগণি, নারী নেত্রী মনোয়ারা বেগম, নিগার সুলতানা, আয়শা বেগম, দিপা রানী পাল প্রমূখ। প্রধান অতিথি রেজাউল করিম শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয় করতে হবে নতুবা দেশ আরও ১০ বছর পিছিয়ে যাবে। তাই ইউনিয়নের সর্বস্থরের জনগণের সাথে মতবিনিময় করার জন্য ছুঠে এসেছি। জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি আমাকে সুনামগঞ্জ ১ আসনের প্রার্থী মনোনীত করলে এই আসন তাকে উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাল্লাহ।