স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পুলিশ সুরমা নদীর পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল নৌপথে ভ্রমণ করে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা করেছে। বিভিন্ন স্থানে নৌপথে কমিউনিটি পুলিশের সঙ্গে মতবিনিময় করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানান।
রোববার সকালে ছাতক থেকে স্পিডবোটযোগে নৌপথে কমিউনিটি পুলিশিংর সচেতনতামূলক যাত্রা শুরু করে জেলা পুলিশ। সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকত উল্লাহ খান তিনটি স্পিডবোটে এই যাত্রার উদ্বোধন করেন। পরে তিনি তিনটি স্পিডবোটে পুলিশ নিয়ে ছাতক থেকে সুনামগঞ্জের শেষ সীমানা ধর্মপাশায় এসে কর্মসূচি শেষ করেন। স্থানে স্থানে কমিউনিটি পুলিশিং এর সঙ্গে মতবিনিময় করেন তিনি। পাশাপাশি এই নৌযাত্রায় আইন শৃঙ্খলা বিষয়ে জনগণকে সচেতন করেন। নৌপথে কোন চাদাবাজি হলে জনগণকে তাদের ধরিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
নৌপথের এই ব্যতিক্রর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার তাপস ঘোষ, সদর থানার ওসি মো. শহীদুল্লাহ প্রমুখ।