স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জেলা পরিষদের আসন্ন নির্বাচনে সংরক্ষিত চারটি ওয়ার্ডে ১১ জন এবং ১২টি উপজেলার ১২টি ওয়ার্ডে ৪২ জন সদস্য প্রার্থীসহ ৫৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। কোন ওয়ার্ডে একক প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্ধিতায় কেউ নির্বাচিত হওয়ার সুযোগ পাননি। বৃহষ্পতিবার দুপুরে প্রার্থীরা আলাদাভাবে মনোনয়ন জমা দেন।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, জেলায় চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত চারটি ওয়ার্ডে ১১জন এবং ১২টি ওয়ার্ডে ৪২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বাছাইয়ের শেষ দিন। আর প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন অফিস তৎপর আছে।