বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের হালুয়ারগাও গ্রামের ৬ বছরের কন্যা শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষিত পরিবারের শিশুর পক্ষ থেকে মামলা দায়েরের পর ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দুপুরে স্কুল থেকে ফেরার পর ডেকে নিয়ে হালুয়ারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির এক শ্রমজীবী পরিবারের ছাত্রীকে ধর্ষণ করে ষাট বছরের পুরুষ প্রতিবেশি আব্দুল কাহার। পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় শিশুকে উদ্ধার করে সোমবার বিকেলে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন। রাতে হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এদিকে মামলা দায়েরের পর ধর্ষকের পরিবারের লোকজন দরিদ্র ওই পরিবারকে হুমকি ধমকি দিচ্ছে। তারা নিরাপত্তাহীনতায় আছেন বলে জানিয়েছেন শিশু কন্যার মা ও বাবা।
পুলিশ ও ধর্ষিতা শিশুর পরিবার সূত্রে জানা গেছে সোমবার সকালে স্কুল থেকে এসে খাওয়া ধাওয়া করে মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে হালুয়ারগাঁও গ্রামের দিনমজুরের ওই শিশু কন্যা। মাকে ঘুমে রেখে বাইরে খেলতে যায় শিশুটি। এসময় একই বাড়ির প্রতিবেশি আব্দুল কাহার শিশুটিকে ফুসলিয়ে তার বসতঘরে নিয়ে মুখে চাপা দিয়ে ধর্ষণ করে। জোরপূর্বক শিশু কন্যাকে ধর্ষণ করায় মেঝে রক্তে ভেসে যায়। তার চিৎকারে ধর্ষকের পুত্রবধু পাপিয়া এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে তার মাকে ডাকেন। তখন মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে শিশুটি। পরে তাৎক্ষণিকভাবে শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে রাতেই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পুলিশ ও চিকিৎসকদেররকাছে পুরো ঘটনা খুলে বলেছে শিশু ও তার পরিবার।
ধর্ষিত শিশুর পরিবারের পক্ষ থেকে রাতেই অভিযোগ করার পর ধর্ষক আব্দুল কাহারকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েরছ বলে জানান থানার ওসি তদন্ত মনিরুজ্জামান খান।
##