স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজে ৭০০০ হাজার শিক্ষার্থীর পকেট কেটে প্রতি বছর ভর্তি ও শেষন ফিসের সঙ্গে অযৌক্তিক আরো ৬০ লক্ষ টাকা আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে জেলা শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে এই তথ্য জানিয়েছেন কলেজর শিক্ষার্থীরা। সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়ন আয়োজিত এই মানববন্ধনে কলেজের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। তারা এই অপ্রয়োজনীয় খাত থেকে টাকা আদায় বন্ধের দাবি জানিয়েছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন প্রায় দুই দশকেরও অধিক সময় ধরে অপ্রয়োজনীয় ৫টি কাত থেকে লাখ লাখ টাকা আদায় হচ্ছে।
মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পুলক তালুকদার, ছাত্র নেতা আসাদ মনি, দুর্যধন দাস, পাপ্পু পুরকায়স্থ, ইউনুস মিয়া বাবুল, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সাইদুল ইসলাম, মিজানুর রহমান, শচিন পাল, রাজিব কুমার দে, সাহেল আহমদ, শুভ প্রমুখ।