ভ্রাম্যমান প্রতিনিধি ::
শাল্লা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের দলে ভেড়ানো নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১২ টায় কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের সাগর মিয়া ও ছাত্রলীগের সবুজ দাসের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এই খবর ছড়িয়ে পরলে ছাত্রলীগ ও ছাত্রদলে সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় । এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়। এদের মধ্যে সবুজ দাসকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এবিষয়ে কলেজের অধক্ষ্য আব্দুস শহীদের সাথে কথা হলে তিনি বলেন, কি নিয়ে ঘটনা ঘটেছে আমি জানিনা। তবে ঘটনার পরই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
এই ঘটনায় শাল্লা ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি স্বাগতম চৌধুরী দীপংকর বাদী হয়ে ১১ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ করেছেন বলে অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান।