স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বন্যা দুর্গত মানুষদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) সুনামগঞ্জ উপ-শাখা। শনিবার বিকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোবর্দ্ধনগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সহায়তা প্রদান করা হয়।
সীমান্তবর্তী এলাকার প্রত্যন্ত অঞ্চলের বন্যা কবলিত ২০০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, তেল, চিনি, চিড়া, আলু এবং টুচ বিস্কুট বিতরণ করেন সংগঠনের সম্পাদিকা হুসনে জাকিয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৮ বিজিবি’র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাজমুল হাসান, সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।