স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে এবার ৩ লাখে ৮৭ হাজার ৯২ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসু খাওয়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রবিবার সকালে ইপিআই ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংশ্লিষ্টরা। ৬-১১ মাস বয়সী ৪৪ হাজার ৬৫৪ জন শিশুদের জন্য ১ লাখ আই.ইউ ভিটামিন ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের জন্য ২ লাখ আই.ইউ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
তাছাড়া জেলার ৩৫ দুর্গম ইউনিয়নের শিশুকে এই ক্যাম্পেইনের শত ভাগ আওতায় আনার পাশাপাশি শতভাগ শিশুকে এ প্লাস ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসার উদ্যোগের কথাও জানান সংশ্লিষ্টরা। আগামী ১৫- ১৯ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলমান থাকবে।