হাওর ডেস্ক ::
ভোজ্য তেল নিয়ে সরকারকে কারসাজি বন্ধ ও বিকল্প বাজারব্যবস্থার মাধ্যমে জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
দুপুরে পল্টন মোড়ে মিলিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে সিপিবি নেতাকর্মীরা বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে যেতে চাইলে গুলিস্তান নূর হোসেন চত্বরে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি সভাপতি মো. শাহ আলম।
সমাবেশে বক্তৃতা করেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, ডা. সাজেদুল হক রুবেল, কাজী রুহুল আমীন, জলি তালুকদার ও লুনা নূর।
সমাবেশে মো. শাহ আলম বলেন, এই সরকার জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। সরকার দুর্নীতিবাজ আমলা, লুটেরা রাজনীতিবিদ, সামাজিক দস্যু, সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে। তাদের পক্ষে জনগণের অধিকার সংরক্ষণ সম্ভব নয়।
তিনি বলেন, দেশে ৫ ভাগ ও ৯৫ ভাগের রাজনীতি-অর্থনীতি বিদ্যমান। ৫ ভাগের রাজনীতি-অর্থনীতি ৯৫ ভাগকে শোষণ করছে। এই রাজনীতি উল্টে দিতে হবে। পুলিশি ব্যারিকেডে ৯৫ ভাগের জনরোষ থেকে সরকারকে রক্ষা করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, অনুনয়-বিনয় করে ব্যবসায়ীদের মন গলানো যাবে না। বিকল্প বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি দক্ষ ও দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্রীয় উদ্যোগে তেলসহ নিত্যপণ্যের আমদানি ও মজুদ গড়ে তোলা, টিসিবির গাড়িসংখ্যা বাড়ানো, অন্তত তিন কোটি পরিবারকে তেলসহ নিত্যপণ্য ওয়ার্ডে ওয়ার্ডে সরবরাহের দাবি জানান।
সমাবেশে নেতারা বলেন, এ দেশে গণ-অভ্যুত্থান অনেকবার হয়েছে। জনগণ যেকোনো সময় এই অভ্যুত্থান ঘটাবে। নেতারা চলমান দুঃশাসনের অবসান, ব্যবস্থা বদল ও বাম গণতান্ত্রিক বিকল্প শক্তির সমাবেশ গড়ে তোলার সংগ্রামে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান জানান।