স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে নিধিরচর গ্রামে ব্র্যাক আলট্র পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেছেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান শাহারীয়ার। পরিদর্শনকালে তিনি উপস্থিত ইউপিজি প্রোগ্রামের স্বামী পরিত্যক্তা সদস্যদের মাঝে কম্বল এবং সকল সদস্যদের মাঝে ব্র্যাক থেকে সরবরাহ করা সবজি বীজ বিতরণ করেন। পাশাপাশি ভুমীহীন ২ জন সদস্যকে উপজেলা প্রশাসন থেকে বাড়ী তৈরী করে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করার ঘোষণা দেন। তিনি সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে ব্র্যাকের তৃণমূল পর্যায়ে উন্নয়নমূলক কাজসমূহের প্রশংসা করেন।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান, ,সেকশন অফিসার (পানি উন্নয়ন বোর্ড) মো: আশরাফুল সিদ্দিকী ও স্থানীয় ইউপি সদস্যসহ সুধীজন।
ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন রিপন চন্দ্র মন্ডল ডিভিশনাল ম্যানেজার (পিএসইউ) সিলেট, ব্র্যাক জেলা সমন্বয়ক এ কে আজাদ ,আঞ্চলিক ব্যবস্থাপক (এমএফ-দাবি) জনাব মো: আব্দুল হান্নান, আঞ্চলিক ব্যবস্থাপক (এমএফ-প্রগতি) জনাব আবু সালেহ মো: রোকন, আঞ্চলিক ব্যবস্থাপক(ইউপিজি) মো: আনিছুজ্জামান বাবুল ,এসটিও-(এইচএস এন্ড সিআই-ইউপিজি ) মো: রুবেল খান, এরিয়া ম্যানেজার(নিউ পুওর) বাধন কুমার তালুকদার ও মো: আলমগীর হোসাইন(শাখা ব্যবস্থাপক-ইউপিজি) সহ অনেকেই।