1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পৃথিবীকে গুরুত্ব দিয়ে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবিতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী পরকীয়ার অভিযোগে স্ত্রীকে খুন করার ঘটনায় স্বামীর যাবজ্জীবন চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.২ ডিগ্রি অব্যাহত! সুনামগঞ্জে প্রাণ ও প্রকৃতির সুরক্ষায় ছাত্রলীগের বৃক্ষরোপন কার্যক্রম শুরু গরমে অতি উচ্চ ঝূকিতে শিশুরা, ইউনিসেফের সতর্কতা কক্সবাজারে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে জানতে চান হাইকোর্ট সোনার দাম ২১০০ টাকা কমলো প্রতি ভরিতে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ভুতুড়ে বিলে দুশ্চিন্তায় দিনমজুর কবীর দিরাই-শাল্লায় উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন ২৯ প্রার্থী সুনামগঞ্জের চার উপজেলায় ৫৫জন প্রার্থীর মনোনয়ন বৈধ

ছাতক ও দিরাইয়ে দুটি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স দিল ভারত

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৭.২৩ এএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ছাতক ও দিরাই উপজেলায় দুটি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স দিয়েছে প্রতিবেশি ও বন্ধুপ্রতিম দেশ ভারত। শনিবার দুই উপজেলায় পৃথক অনুষ্ঠানে এই দুটি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার নিরাজ কুমার জায়সওয়াল।
ছাতকে এ্যাম্বুলেন্স গ্রহণ করেন ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য (সুনামগঞ্জ- ৫) মুহিবুর রহমান মানিক । দিরাই- শাল্লা আসনের সংসদ সদস্য (সুনামগঞ্জ- ২) ড. জয়া সেনগুপ্ত অসুস্থ থাকায় অ্যাম্বুলেন্স গ্রহণ করেন দিরাই পৌরসভার মেয়র বিশ^জিৎ রায়।
অনুষ্ঠানে ভারতীয় সহকারি হাইকমিশনার নিরাজ কুমার জায়সওয়াল বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশকে উপহার দিতে পেরে আনন্দিত। এটা বিজয়ের মাস ছাড়াও বন্ধুত্ব ও মৈত্রীর মাস। এই উপহার দুই উপজেলার মানুষদের স্বাস্থ্য সেবার মান আরও বাড়িয়ে দেবে। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের জন্য ভারত তার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ছাতকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মুহিবুর রহমান মানিক এমপি বলেন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে সুখে-দুঃখে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত মধূর। মহান মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করে বাংলাদেশের মানুষকে চিরকৃতজ্ঞতায় আবদ্ধ করেছে ভারত।
তিনি বলেন, ছাতকের ইসলামপুরে প্রস্তাবিত ইকোনোমিক জোন প্রতিষ্ঠিত হলে ভারতের সাথে ব্যবসা-বাণিজ্যের পথ আরো প্রসারিত হবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যখাত সহ দেশের সর্বক্ষেত্রে শেখ হাসিনার সাহসী উন্নয়ন কার্যক্রম দেশে-বিদেশে প্রসংশিত হচ্ছে। বিজয়ের মাসে এই লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিয়ে বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত আরো প্রসারিত করল ভারত সরকার। ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মতো মহামারী করোনাকালেও প্রথম ভ্যাকসিন দিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে ভারত। যা ভারত-বাংলাদের অকৃতিম বন্ধুত্বের বহিঃপ্রকাশ।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং ডা. তোফায়েল আহমদ সনি ও হাসপাতালের প্রধান সহকারী আমিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তামিম ইয়ামিন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, ছাতক সার্কেলের এএসপি বিল্লাল হোসেন, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, দোয়ারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালেহা বেগম, ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী।
এসময় ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, সুন্দর আলী, বিল্লাল আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, পিআইও মাহবুব রহমান, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, মুরাদ হোসেন, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে দিরাইয়ে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন দিরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাধীন কুমার দাস

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!