বিশেষ প্রতিনিধি :
তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি, দোকান ঘর ও ধানের গোলা পুড়ে গিয়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল নতুনহাটি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অকনিকান্ডে ৬টি বসতঘর, দুটি দোকানঘর ও ৩টি ধানের গোলা পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো হলো, সিরাজুল ইসলামের বসতঘর, দোকান ও ধানের গোলা, সারোয়ারের বসত ঘর ও ধানের গোলা, আলী নুরের বসতঘর ও ধানের গোলা, আবু বক্করের বসতঘর ও ধানের গোলা, আল আমিনের বসতঘর ও কিবরিয়ার বসতঘর।
স্থানীয় ইউপি সদস্য মিলন মিয়া জানান, সিরাজুল ইসলামের দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলোর ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে লোক পাঠানো হয়েছে।