1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পৃথিবীকে গুরুত্ব দিয়ে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবিতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী পরকীয়ার অভিযোগে স্ত্রীকে খুন করার ঘটনায় স্বামীর যাবজ্জীবন চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.২ ডিগ্রি অব্যাহত! সুনামগঞ্জে প্রাণ ও প্রকৃতির সুরক্ষায় ছাত্রলীগের বৃক্ষরোপন কার্যক্রম শুরু গরমে অতি উচ্চ ঝূকিতে শিশুরা, ইউনিসেফের সতর্কতা কক্সবাজারে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে জানতে চান হাইকোর্ট সোনার দাম ২১০০ টাকা কমলো প্রতি ভরিতে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ভুতুড়ে বিলে দুশ্চিন্তায় দিনমজুর কবীর দিরাই-শাল্লায় উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন ২৯ প্রার্থী সুনামগঞ্জের চার উপজেলায় ৫৫জন প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে যুবলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৩.৫৯ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
বাংলাদেশ আওয়ামী যুব লীগ এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের রমিজবিপণীস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। কর্মসূচিতে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দও যোগ দেন। এখানে জেলার নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য এডভোকেট আজাদুল ইসলাম রতন, সদস্য সবুজ কান্তি দাস, সদস্য নূরুল ইসলাম বজলু, লুৎফুর রহমান নাঈম, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর আবাবিল নূর, জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, পাভেল আহমদ, পিন্টু বণিক প্রমুখ।
আলোচনাসভায় জেলা যুবলীগ আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার ভাগ্নে শেখ ফজলুল হক মনি দেশে যুবলীগ প্রতিষ্ঠা করে যুবজাগরণের সৃষ্টি করেছিলেন। দেশে অসাম্প্রদায়িক, মানবিক ও গণতান্ত্রিক মনা যুবকদের জড়ো করে দেশকে সোনার বাংলা করার ব্রত নিয়েছিলেন তিনি। কিন্তু ঘাতকরা জাতির জনক ও তার পরিবারের সঙ্গে বাঙালির যুবজাগরণের পথিকৃত শেখ ফজলুল হক মনিকেও হত্যা করেছিল। কিন্তু ঘাতকরা তার আদর্শকে হত্যা করতে পারেনি। তাই এখনো যুবলীগ মহান ব্রত নিয়ে দেশের পক্ষে কাজ করছে। দেশের যুবসমাজকে যুুবলীগের পতাকাতলে এসে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!