দোয়াবাজার প্রতিনিধি ঃ
দোয়ারাবাজার উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী বাজারস্থ মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ সবীর মাস্টারের পরিচালানয় ও বাবু চিত্ত রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগ কৃষকলীগ সেচ্ছাসেবক লীগ উলামালীগ যুবলীগ ছাত্রলীগ এর নেত্রিবৃন্দ ক্বোরআন তেলওয়াত করেন ইউ/পি সদস্য মোঃ মিনার উদ্দিন স্বাগত বক্তাব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ ময়না মিয়া, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধক্ষ্য ইদ্রিছ আলী বীর প্রতিক, প্রবীর মুরব্বি আব্দুল আজিজ, হাজী নূর উদ্দিন সাবেক সদস্য, আওয়ামীলীগ নেতা বাবু বরুর চন্দ্র দাস, মান্নারগাঁঁঁও ইউনিয়নের সাধারন সম্পাদক বাবু ভুবতি দাস, কৃষক লীগ আহ্বায়ক শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, মুক্তিযোদ্ধা ক্রীড়াবীদ উস্তার আলী, সহ-সভাপতি পীরুজ আহমেদ সাবেক মেম্বার যুবলীগ নেতা আইননুদ্দিন আছদ্দর আলী, মাস্টার সামছুউদ্দিন, আব্দুল আজিজ সাবেক মেম্বার ওয়াফি মরল, এবং জেলা ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মান্নারগাঁও ইউ/পি শাখার সাংগঠনিক সম্পাদক নিউটন দাস, বক্তারা বলেন আমাদের একধপা এক দাবি মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয় যেন কলেজে রুপান্তরিত হয়। এবং আগামী জাতীয় নির্বাচনে মুহিবুর রহমান মানিকের হাতকে শক্তিশালী করার জন্য জুর দাবি জানান।