স্টাফ রিপোর্টার::
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন আধুনিকতা হলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা। তাই আমাদেরকে উনিশ বিশ শতকের সঙ্গে একবিংশ শতকের বাংলার উন্নয়নের কথাও বলতে হবে। আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের কথা বলতে হবে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ফ্রি অক্সিজেনসেবা কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন। জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামসুদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা দিনরাত পরিশ্রম করে করোনা সংক্রমণ থেকে বাংলার মানুষকে রক্ষা করতে কাজ করছি। আমাদের আর্থিক অবস্থার দিকে নজর রেখে এই সময়ে সবার আগে স্বাস্থ্যখাতে ব্যয় করছি। কারণ আমাদের নেত্রী বলেছেন, এই মুহুর্তে উনার প্রধান কাজ বাংলার মানুষকে রক্ষা করা। আজ তার নির্দেশে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ করোনাকালে মানুষের জীবনরক্ষায় সেই কাজটি করছে মহীয়সী নারী বেগম শেখ ফজিলাতুন্নেসার নামে।
মন্ত্রী আরো বলেন, ছাত্রলীগের জন্ম আওয়ামী লীগেরও আগে এটা বিশাল গৌরবের ব্যাপার। তবে এর মানে এটা নয় যে তারা আওয়ামী লীগ থেকে বড়। আজকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ ‘বঙ্গমাতা ফ্রি অক্সিজেন সেবা’ চালু করেছে যা ছাত্রলীগের ঐতিহ্যেরই ধারাবাহিকতা। ছাত্রলীগকে মানুষের কল্যাণে কাজ করার আহজ্বান জানান তিনি।