দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কুর আন তেলাওয়াত করেন হাফিজ নজরুল ইসলাম। ইউনিয়ন আ’লীগের সভাপতি রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও আ’লীগ নেতা মনসুর আহমদ এবং ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমদ চৌধুরী রানা, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, উপজেলা আ’লীগ নেতা রোটারিয়ান নুরুল ইসলাম, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ, বোগুলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, বাংরাবাজার কেন্দ্রিয় জামে মসজিদের সভাপতি সিরাজ মিয়া, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত লাহিন, জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, ইউপি সদস্য রায়হানুল ইসলাম রবিন, ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারেক, ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আনিছ মিয়া, নোয়ারাই ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাবীবুর রহমান, আ’লীগ নেতা নজরুল ইসলাম, জাহের মিয়া, ইউপি সদস্য আঙ্গুর মিয়া, জেলা কৃষক লীগের সদস্য আব্দুল কুদ্দুছ সুমন, ইসলাম উদ্দিন, বাংলাবাজার ইউপি সদস্য মোজাম্মেল হোসেন, আলাউদ্দিন, ওমর ফারুক, ধন মিয়া, খোরশেদ আলম, নজরুল ইসলাম, আবু হানিফা, মোশারফ হোসেন, ইউপি সদস্যা মিনারা বেগম, রেনুয়ারা বেগম, আয়েশা খাতুন প্রমুখ। ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমেদ।##