স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ভাই ওয়াহিদুর রহমান সুফিয়ান (৫৯) আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেলে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুই দিন আগে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট নিয়ে যাওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
তিনি লক্ষণশ্রী ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
ওয়াহিদুর রহমান সুফিয়ানের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। বিশেষ করে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।