1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাদাখে ২২ যুদ্ধ বিমান নিয়ে চিনের মহড়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ৮.১৭ এএম
  • ১৫০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
এক বছরের বেশি সময় ধরে লাদাখে মুখোমুখি অবস্থানে রয়েছে চীন ও ভারতের সেনাবাহিনী। দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই সম্প্রতি পূর্ব লাদাখে ২২টি যুদ্ধবিমান নিয়ে মহড়া দিয়েছে চীনা বিমান বাহিনী। তবে ভারত বলছে, চীনের এ কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। মঙ্গলবার এ খবর জানিয়েছে ইকোনোমিকস টাইমস।

ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ২১-২২টি যুদ্ধবিমান ভারতের ভূখণ্ডের বিপরীতে পূর্ব লাদাখে মহড়া দিয়েছে। এর মধ্যে জে-১১ ও চীনের তৈরি সুখোই-২৭ ও কয়েকটি জে-১৬ যুদ্ধবিমান ছিল।

সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সম্প্রতি চীন এই মহড়া দিয়েছে। ভারত বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে মিগ-২৯ যুদ্ধবিমান নিয়ে লাদাখে ভারতের বিমান বাহিনী নিয়মিত মহড়া দিচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়।

এ ছাড়া ভারতীয় বিমান বাহিনী রাফায়েল যুদ্ধবিমান নিয়ে নিয়মিত মহড়া দিচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

খবরে বলা হয়, চীনের জিনজিয়াং ও তিব্বত অঞ্চলের হোতান, গার গুনসা, কাশগার, হোপিং, ডোংকা জোং, লিনজি ও পানগাত বিমান ঘাঁটির ওপর নজর রাখছে ভারতীয় বাহিনী।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!