1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় মবসন্ত্রাসে মা ও ছেলে মেয়েকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় কঠোর পদক্ষেপ: মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিবে সরকার সুনামগঞ্জ সদর হাসপাতাল: সিন্ডিকেট ভেঙে সেবাকেন্দ্রিক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।। ইকবাল কাগজী সিলেটে পাথর কোয়ারি খোলার দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি, একাত্মতা প্রকাশ ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ধ্রুব এষ পেলেন ব্র্যাক—সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩ হাওরে নয়া পানি বাস সংকট সমাধানের জন্য ৮দিনের আল্টিমেটাম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিএনপি সংবিধান রক্ষার পক্ষে, ছুড়ে ফেলার বিপক্ষে: রুহুল কবির রিজভী সরকারের কঠোর অবস্থানের কারণে আতঙ্কে এনবিআর কর্মীরা তারেক রহমান দেশে ফিরে জনগণের দিশারী হয়ে দেখা দিবেন: কামরুল

সুনামগঞ্জে ভাষা দিবসে ব্যতিক্রমী কবিতা মিছিল

  • আপডেট টাইম :: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১, ১১.০১ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে প্রগতিশীল মানুষের কণ্ঠরোধের প্রচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে ব্যতিক্রমধর্মী কবিতা মিছিল করেছেন সংস্কৃতিকর্মীরা। রবিবার বিকেল ৫টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গন থেকে কবিতাকে ফেস্টুন, প্লেকার্ডে, কণ্ঠে স্লোগান বানিয়ে শহর প্রদক্ষিণ করেন সংস্কৃতিকর্মীরা। এক পর্যায়ে কবিতা স্লোগানের মিছিলটি প্রতিবাদী মহড়ায় রূপ নেয়। ব্যতিক্রর্মী এই উদ্যোগকে স্বাগত জানান সুধীজন। বিরল ও ব্যতিক্রমধর্মী এই কবিতা মিছিলে সলিল চৌধুরী, সুকান্ত ভট্টাচার্য্য, ইসতেকলাল হোসেন, আল মাহমুদসহ অন্যান্য কবিদের কবিতা দিয়ে স্লোগান তৈরি করা হয়। সেই স্লোগান কণ্ঠে নিয়ে রাজপথে গর্জন তুলেন তারা।
কবিতা মানুষের দাবি আদায়ের ভাষাÑএই ভাবনা থেকেই সুনামগঞ্জের আবৃত্তি সংগঠন ‘সত্যশব্দ’ কবিতা মিছিলের আয়োজন করে। সংগঠনের প্রতি সংহতি জানিয়ে সুনামগঞ্জের ‘প্রসেনিয়াম’ নাট্য সংগঠনের কর্মীরা যোগ দেন। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও কবিতা মিছিলে যোগ দিয়ে কণ্ঠে কবিতার পঙিক্ত তুলে নেন। কবিতাকে স্লোগান বানিয়ে কণ্ঠ ধরেন সত্যশব্দের প্রতিষ্ঠাতা ও নাট্যকর্মী দেবাশীষ তালুকদার শুভ্র।
কবিতা মিছিলে সলিল চৌধুরীর শপথ কবিতাটিকে স্লোগান বানিয়ে কণ্ঠে ধরেন মিছিলে আসা সংস্কৃতিকর্মীরা। ‘সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিলো/ সেদিন আকাশে জলভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিলো..।’ এবং ‘তাই গ্রাম নগর, মাঠ, পাথার, বন্দরে তৈরি হও/ কার ঘরে জ্বলেনি দ্বীপ চির আঁধার তৈরি হও/ কার বাছার জোটেনি দুধ, শুকনো মুখ তৈরি হও/ ঘরে ঘরে ডাক পাঠাই, জোট বাঁধো তৈরি হও/ মাঠে কিষান, কলে মজুর, নওজোয়ান জোট বাঁধো’ রক্তে আগুন ধরা কবিতা পংক্তিতে রাজপথে তুমুল স্লোগান তুলেন সংষ্কৃতিকর্মীরা। তারা বাংলা বর্ণমালায় সাজানো কালো ও শাদা রঙের পোষাক পড়ে এতে অংশ নেন। শিশু কিশোর, নারী পুরুষসহ বিভিন্ন বয়সের সংষ্কৃতিকর্মীরা কবিতা মিছিলে অংশ নিয়ে রাজপথে বারুদ স্লোগানে কম্পন তুলেন। মিছিলে এক অন্যরকম প্রতিবাদী আবহ তৈরি হয়। পরে শহিদ মিনারে এসে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাভাষাকে উপেক্ষার প্রতিবাদ জানান সংস্কৃতিকর্মীরা।
ব্যতিক্রমী এই কবিতা মিছিলের আয়োজক সত্যশব্দের প্রতিষ্ঠাতা দেবাশীষ তালুকদার শুভ্র বলেন, ভাষা আন্দোলন শুধু মাতৃভাষার প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করেনা। ভাষা আন্দোলন নিজের অধিকার নিজে বুঝে নেওয়ার সাহস যোগায়। আমরা ধারণ করি যে কবিতা কেবল কবিতা নয়। কবিতা হচ্ছে স্লোগান, বিদ্রোহ ও দাবি আদায়ের ভাষা। তিনি বলেন, ডিজিটাল আইনে দেশের প্রগতিশীল সংষ্কৃতি ও সাহিত্যকর্মীদের কণ্ঠরোধের প্রতিবাদে আমাদের এই আয়োজন।
মিছিলকারীদের হাতে সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ নানা দাবি সম্বলিত প্লেকার্ড ছিল।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!