1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সিলেটে সূচনা প্রকল্পের আয়োজনে কিশোরী সমাবেশ

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ৪.৪৮ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::
ইউকেএইড ও ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত সূচনা প্রকল্পের উদ্যোগে সিলেট সদর উপজেলায় কিশোরীদের অংশগ্রহনে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি বিকেলে সিলেট এফআইভিডিবি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ। তিনি সমাবেশটিও উদ্বোধন করেন।
কিশোরী শাহনাজ পারভীন ও রিমা আক্তার রিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন কিশোরী মাহিয়া আক্তার মিহি। তিনি স্বাগত বক্তব্যে সে সিলেট সদর উপজেলার কিশোরীদের পুষ্টিগত অবস্থাসহ কিশোরীদের বর্তমান অবস্থা তুলে ধরে । স্বাগত বক্তব্য শেষে কিশোরী উপকারভোগী শারমিন বেগম ও আসমিনা আক্তার তাদের সফলতার গল্পগুলো উপস্থাপন করেন । পরবর্তীতে কিশোরীরা এক সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে জীবন দক্ষতা ও পুষ্টি নিয়ে নিজেদের স্বরচিত কবিতা আবৃত্তি ও বাল্যবিয়ে ও গর্ভকালীন সময়ে মায়ের যতœ নিয়ে নিজেদের রচনায় নাটক বকুলের স্বপ্ন মঞ্চস্থ করা হয়।
অনুষ্ঠান উপভোগ করার পর কিশোরীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, সহকারি মৎস্য কর্মকর্তা রুলি খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, ‘যারা স্বপ্ন দেখে না তারা জীবনে সফল হতে পারেনা। তাই জীবনে সফল হতে হলে স্বপ্ন দেখতে হবে। কিশোরীদের আমি অভিন্দন জানাচ্ছি, কারণ কিশোরীদের নিয়ে কার্যক্রম খুব কম; বর্তমানে সরকার ও এনজিওদের যৌথ প্রয়াসে কিশোরীদের সংগঠিত করা হচ্ছে। তিনি কিশোরী ভ্যাকসিনেটর ও বীজ বিক্রেতা শারমিন বেগমের সফলতার কাহিনী শুনে তাকে অভিনন্দিত করেন। সভার সমাপনি শেষে কিশোরীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূচনা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ ফাহিম সারওয়াত ও সূচনা সদর উপজেলার কর্মকর্তাবৃন্দ ও সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন কিশোরী।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!