1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

শাল্লায় সাংবাদিকে হুমকি: মেম্বারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৭.২২ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
শাল্লা সদর ইউপির ১নং ওয়ার্ড সদস্য ব্রজলাল দাস সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ায় ২১ জানুয়ারি বৃহস্পতিবার শাল্লা থানায় লিখিত অভিযোগ দেন শাল্লা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও গঠনতন্ত্র প্রণেতা সাংবাদিক জয়ন্ত সেন। অভিযোগে তিনি উল্লেখ করেন গত ১৯ জানুয়ারি মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সরকারি ঘর হতদরিদ্র ও দৃষ্টি প্রতিবন্ধী নিরঞ্জন দাসকে ঘর না দেওয়ার বিষয়ে বিনম্র ভাষায় মুঠোফোনে তার মতামত জানতে চাইলে, সাংবাদিককে অশ্লীল ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দেন। এরপূর্বে গত ১৮ জানুয়ারিও মদ খেয়ে প্রকাশ্যে আঙ্গারোয়া গ্রামে হুমকি দেন ব্রজলাল দাস। ২০ তারিখে দৈনিক সুনামকণ্ঠে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই সাংবাদিক জয়ন্ত সেনকে প্রাণে মারার চেষ্টা চালায় মেম্বার ব্রজলাল দাসসহ আরো তার লালিত সন্ত্রাসী বাহিনী। অভিযোগে আরো অজ্ঞাত ৪-৫জনকে আসামী করা হয়। এব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন আপনার মোবাইল ফোনের রেকর্ড শুনেছি। একজন প্রত্যক্ষদর্শীও থানায় এসে স্বাক্ষী দিয়েছেন। মেম্বারের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!