1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

তাহিরপুর সীমান্তে দরিদ্র শিশুদের মধ্যে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের খাদ্য সামগ্রী বিতরন

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ২.৩৯ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী দরিদ্র এলাকা কড়ইগড়ায় অবস্থিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি-০৪১৫ এনজিও দাতা সংস্থার সহযোগিতায় ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে শুক্রবার দরিদ্র ২১১ জন শিশু ও তাদের পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সরঞ্জাম বিতরন করা হয়েে। সংস্থাটি করোনা মহামারীর প্রথম থেকেই এলাকার দরিদ্র শিশু পরিবারদের মধ্যে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সরঞ্জাম বিতরন করে আসছে। যাতে দরিদ্র শিশু ও তাদের পরিবার অপুষ্টিতে না ভোগে ও অনাহারে না থাকে। এই সময় প্রত্যেক শিশুকে ১৪ কেজি চাল,১.৫ কেজি ডাল,০.৫ লিটার তৈল,আলু ৪ কেজি,কাপড় কাঁচা সাবান ২ টি,মাস্ক ২টি ও ব্যাগ ১ টি করে বিতরন করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, প্রকল্প ব্যাবস্থাপক অশোক চিসিম, প্রকল্প চেয়ারম্যান পরিতোষ মারাক,আওয়ামী লীগ নেতা মোঃ জামাল উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য সুষমা জাম্বিল।
এই সময় প্রকল্প ব্যবস্থাপক বলেন যে,আমরা করোনা মহামারীর প্রথম থেকেই দরিদ্র শিশুদের মাঝে প্রত্যেক মাসে ত্রাণ সামগ্রী স্বাস্থ্য সরঞ্জাম বিতরন সহ করোনার মহামারীর সময় স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করে আসছি। যাতে অত্র এলাকার দরিদ্র শিশুরা অনাহারে ও অপুষ্টিতে না ভোগে ও নিরাপদ থাকে। প্রধান অথিতি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন যে,আমি অনেকবার সংস্থাটির ত্রাণ বিতরন দিনে আসতে ছেয়েছিলাম কিন্তু ব্যাস্থতার কারনে পারিনি। আজ আসতে পেরে খুব ভাল লাগলো। এই সীমান্ত এলাকা যোগাযোগ ও নানা কারনে অনেক পিছিয়ে থাকে। সংস্থাটি অত্র এলাকায় দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা,স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করছে জেনে আমি খুব খুশি। এই সময় তিনি প্রশাসনের যে কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতার করবেন বলে আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!