1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পৃথিবীকে গুরুত্ব দিয়ে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবিতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী পরকীয়ার অভিযোগে স্ত্রীকে খুন করার ঘটনায় স্বামীর যাবজ্জীবন চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.২ ডিগ্রি অব্যাহত! সুনামগঞ্জে প্রাণ ও প্রকৃতির সুরক্ষায় ছাত্রলীগের বৃক্ষরোপন কার্যক্রম শুরু গরমে অতি উচ্চ ঝূকিতে শিশুরা, ইউনিসেফের সতর্কতা কক্সবাজারে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে জানতে চান হাইকোর্ট সোনার দাম ২১০০ টাকা কমলো প্রতি ভরিতে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ভুতুড়ে বিলে দুশ্চিন্তায় দিনমজুর কবীর দিরাই-শাল্লায় উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন ২৯ প্রার্থী সুনামগঞ্জের চার উপজেলায় ৫৫জন প্রার্থীর মনোনয়ন বৈধ

সুরমা সেতু নির্মাণের মাধ্যমে ছাতক-দোয়ারার মানুষের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে: এমপি মানিক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ৯.৪৯ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে সুরমা নদীর উপর সুরমা সেতুর এ্যাপ্রোচ সড়ক ও অত্যাধুনিক টোল প্লাজা নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, অভিমান করা ভুমি মালিকরা তাদের মামলা প্রত্যাহার করে নেয়ায় সুরমা সেতু নির্মাণ কাজ বাস্তবায়নে আর কোন বাঁধা রইল না। সুরমা সেতু বাস্তবায়নের মাধ্যমে উত্তর সুরমার মানুষের মাঝে এক অভুতপূর্ব যোগাযোগ ব্যবস্থার স্থাপিত হবে। তিনি বলেন, এক সময় বৃহত্তর ছাতক অঞ্চলের মানুষ শুকনো মৌসুমে পায়ে এবং বর্ষায় নায়ে যাতায়াত করতো। ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর সারা দেশের ন্যায় এ অঞ্চলেও যোগাযোগ ব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের মুল ভীত রচিত হয়। এ সময় সংসদ অধিবেশনে সুরমা ব্রীজ নির্মাণের বিষয়ে তার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল। পরবর্তীতে বিএনপি-জামাত জোট সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুরমা ব্রীজ নির্মাণে অপরিকল্পিত একটি অংশের ভিত্তি প্রস্তুর স্থাপন করেছিলেন। যেখানে সুরমা নদীর নাব্যতা ও উচ্চতা বিবেচনায় আনা হয়নি। ওই অপরিকল্পিত প্রকল্পে ব্রীজ নির্মাণ করা হলে নৌ-পথে এ অঞ্চলের ব্যবসা বানিজ্য বন্ধ হয়ে যেতো। বর্তমানে প্রকৌশলগত পরিবর্তন এনে সুরমা ব্রীজের কাজ বাস্তবায়িত হচ্ছে। তিনি আরো বলেন, সুরমার উত্তর পাড়ে শিঘ্রই আরো একটি সিমেন্ট কারখানা নির্মিত হতে যাচ্ছে। এ সিমেন্ট কোম্পানী প্রতিষ্ঠা করতে সৌদি আরবের আলরাজি কোম্পানী বিশাল প্রকল্প হাতে নিয়েছে। এ ছাড়া ইসলামপুর এলাকায় নির্মিত হতে যাচ্ছে একটি বিশাল অর্থনৈতিক জোন। এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলেই এ অঞ্চলের মানুষের ভাগ্যের আমুল পরিবর্তন ঘটবে। বৃহস্পতিবার সকালে শহরের কিবরিয়া কমিউনিটি সেন্টারে ছাতক সওজ’র উপ বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এমপি মানিক আরো বলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির পরিকল্পনা ও প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জবাসীর জন্য বৃহৎ দুটি প্রকল্প গ্রহন করেছেন। সুনামগঞ্জ থেকে হাওর অঞ্চল দিয়ে ধর্মপাশার জয়শ্রী পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে সুনামগঞ্জের সাথে নেত্রকোনা হয়ে ঢাকার যোগাযোগ স্থাপন এবং ছাতক থেকে সুনামগঞ্জ হয়ে মোহনগঞ্জ পর্যন্ত রেললাইন সম্প্রসারিত করা। এ দুটি প্রকল্পও বাস্তবায়িত হলে সুনামগঞ্জ হবে প্রাচ্যের প্যারিস। উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সওজ সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুহেল মাহমুদ, সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিম, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, দোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম প্রমুখ। এসময় ছাতক থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোরশেদ শাহীন, ছাতক সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, অধ্যক্ষ আব্দুল গাফফার, অধ্যক্ষ আব্দুস ছাত্তার(ভারপ্রাপ্ত), অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, চান মিয়া চৌধুরী, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, অদুদ আলম, সায়েস্থা মিয়া, বিল্লাল আহমদ, আখলাকুর রহামান, মুজাহিদ আলী, কাজী আনোয়ার মিয়া, আমিরুল হক, সাবেক চেয়ারম্যান হাজী নিজাম উদ্দিন, আলহাজ্ব সুন্দর আলী, আব্দুল খালিক, ফজর উদ্দিন, আফজাল আবেদীন আবুল, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, শুকুর আলী, শিক্ষক মাওলানা তাজুল ইসলাম, মাওলানা কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম বাবুল, এড. সামছুর রহমান, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, মাফিজ আলী, দবিরুল ইসলাম, জামাল মিয়া, সামছু মিয়া, গিয়াস উদ্দিন, মুহিবুর রহমান টুনু, আলাউদ্দিন, বাবুল রায়, ছাব্বির আহমদ, আওলাদ আলী মাষ্টার, হুমাউন কবির লাকি, নাজমুল হোসেন, কৃপেশ চন্দ, সহিদুল ইসলাম, সুমন চৌধুরী, ইউপি সদস্য ফজলু মিয়া, আব্দুস ছালাম, আব্দুল মালিকসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ফলক উন্মোচনের মাধ্যমে এমপি মুহিবুর রহমান মানিক সুরমা সেতুর এ্যাপ্রোচ সড়ক ও অত্যাধুনিক টোল প্লাজা নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে ক্ষতিগ্রস্থ ভুমি মালিকদের চেকের মাধ্যমে পাওনা টাকা পরিশোধ করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!