রাজন চন্দ, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুরে ৩১০ পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বাদাঘাট ক্যাম্পের পুলিশ পাঠানপাড়া খেয়াঘাট থেকে তাদের আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট ইউনিয়নের পাঠানপাড়া খেয়াঘাট এলাকায় অভিযান চালায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ। এসময় কামরাবন্দ গ্রামের বাদল মিয়া (২৬) ও বাদাঘাট বাজারের কাহার মিয়া (২৫) কে ৩১০ পিস ইয়াবাহসহ আটক করা হয়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।