স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ধারাম হাওরে যাত্রীবাহী নৌকাডুবে তাবলিগ জামায়াতের এক কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলার জয়শ্রী বাজার সংলগ্ন সেতুর পাশে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া অন্যান্য যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করেছেন। নিহত যাত্রী আব্দুস সাত্তার (৫৮) তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বেতাগড়া গ্রামের বাসিন্দা। তিনি তাবলিগ জামাত শেষে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ওই নৌকায় আব্দুস সাত্তারসহ তাবলিগ জামায়াতের ৭জন কর্মী তাবলিগ শেষে ওই নৌকায় বাড়ি ফিরছিলেন। ধারাম হাওরে উত্তাল ঢেউয়ে নৌকাটি ডুবে গেলে আব্দুস সাত্তার মারা যান।
মধ্যনগর থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।