স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মাহবুবা কমিউন্টি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করবেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কমরেড শীলা রায়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আহ্বায়ক প্রভাষক এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট প্রসেনজিৎ দে, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রইছুজ্জামান, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী, নাট্যকর্মী পুলক রাজ প্রমুখ।
সম্মেলনে শ্যামল দেবকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।