স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে গত ১২ ঘন্টায় সুরমার পানি কমেছে ১৬ সে.মিটার। তবে এখন বিপৎসীমায় অবস্থান করছে। সুরমার পানি শুক্রবার সকাল ৯টায় সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৭.৮০ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টায় সুরমার পানি ছিল বিপৎসীমার ১৬ সে.মিটার উপরে।
তাছাড়া বৃষ্টিপাত না হওয়ায় পানিও বাড়ছেনা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, সুরমার পানি কমেছে। এখন বিপৎসীমায় আছে। তবে পানি কমছে দ্রুত। বর্তমানে পানি বাড়ার কোন সম্ভাবনা নাই।