স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে আওয়ামী প্রার্থীর পক্ষে প্রচারকাজে অংশগ্রহণের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোমবার দুপুরে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিতসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. আহমদ আল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মঞ্জুর আহমদ, রনজিত চৌধুরী রাজন প্রমুখ।