1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

ঈদে পশুর হাট ও গ্রামের বাড়ি যাওয়া আত্মঘাতি হবে : বিশেষজ্ঞ মত

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২০, ১১.২৩ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
ঈদুল ফিতরের সময় রাজধানী ছেড়ে লাখো মানুষ নগর ছেড়ে গ্রামের বাড়ি গিয়ে ফিরেও এসেছেন। কিন্তু সমস্যা বাঁধে অনেকে ফিরে এসে নিজেরা সংক্রমিত হয়েছেন, আবার অনেকে বাড়ি গিয়ে বাবা মা ও স্বজনদের সংক্রমিত করেছেন। এই অবস্থা যাতে না হয় সেজন্য বিশেষজ্ঞরা বলছেন, এবার কোরবানি ঈদে হোক হাটে ও বাড়ি না গিয়ে। রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক আহমেদ বলেন, এবার কোরবানি না দিয়ে সেই টাকা মানুষের সেবায় ব্যবহার করা যেতে পারে। পশু কোরবানির হাটে গিয়ে সংক্রমণ বাড়তে পারে। মাংস বিলানোর সময় সংক্রমণ বাড়তে পারে। তাছাড়া, বাড়ি যাওয়া এবার অবশ্যই বন্ধ করতে হবে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম বলেন, এবার রাজধানীতে গরু কোরবানি বন্ধ করে গ্রামে কোরবানি দিতে হবে। টাকা পঠিয়ে দিবে পরিবারের সদস্যরা মিলে কোরবানি দিবেন। গ্রামে যাওয়ার দরকার নেই। তবে যারা ঢাকায় কোরবানি দিবেন তাদের জন্য একটি নির্দিষ্ট নিয়ম অবশ্যই দিতে হবে সরকারের পক্ষ থেকে। না হয় রাজধানীর মহামারি কোনা পর্যায়ে যাবে তা ধারণাও করা যাচ্ছে না।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!