1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পশ্চিমবঙ্গের বাজারে কেমন বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ! অক্টোবরে সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে! রংপুরে ড. ইউনুসের বিরুদ্ধে মামলা করলেন বঞ্চিত কর্মী ধর্মপাশা ও মধ্যনগরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদের প্রচারণা এবার ‘তৃণমূল বিএনপি’র চেয়ারপারসন হলেন সিলেটের শমসের মবিন চৌধুরী অসামাজিক কার্যকলাপ: শিমুলবাক ইউপি চেয়ারম্যানের আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণী আটক গত সিটি নির্বাচনে প্রার্থী না হওয়ায় সিলেটের মেয়র আরিফকে বড় পুরস্কার দিল বিএনপি ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির শপথগ্রহণ সুনামগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পঙ্কজ সম্পাদক এ আর জুয়েল শাল্লা উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই: জয়া সেনগুপ্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭, ৪.১৪ পিএম
  • ৫২০ বার পড়া হয়েছে

সুরঞ্জিতের আসনে মনোনয়ন সংগ্রহ করলেন স্ত্রী জয়া সেনগুপ্ত
স্টাফ রিপোর্টার::
শুক্রবার বিকেলে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পুত্র সৌমেন সেনগুপ্ত ও পুত্রবধু ড. রাখি সেনগুপ্ত। এসময় দিরাই-শাল্লা আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। জয়া সেনগুপ্ত ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, লন্ডনপ্রবাসী শামছুল হক চৌধুরীসহ চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে জয়াসেন গুপ্তের মনোনয়ন সংগ্রহের খবরে উৎফুল্ল দিরাই-শাল্লা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে আনন্দ মিছিলও হয়েছে।
জয়া সেনগুপ্তের মনোনয়ন সংগ্রহের খবরে হাওরটুয়েন্টিফোরডটনেটের পক্ষ থেকে জয়া সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি স্বীকার করেন। তিনি হাওরটুয়েন্টিফোরডটনেট প্রতিবেদকের মাধ্যমে দিরাই-শাল্লা আওয়ামী লীগের উপজেলা ও তৃণমূলের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নেতাকর্মীরাই আমাকে তাদের নেতার আসনে নির্বাচন করতে অনুপ্রাণিত করছেন। তারা সাংগঠনিক প্রক্রিয়ায় উপজেলা কার্যনির্বাহী কমিটির সভা করে রেজুলেশন করে আমাকে প্রার্থী দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। পরে তৃণমূলের সেই সিদ্ধান্ত তারা কেন্দ্রকেও অবগত করেছেন। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জয়া সেনগুপ্ত বলেন, আমার স্বামীকে সকল নেতাকর্মী মনে-প্রাণে শ্রদ্ধা করতেন। তারা হৃদয় উজার করে তাকে ভালোবাসতেন। তার স্ত্রী হিসেবেও আমাকে সব সময়ই তাদের চাওয়া-পাওয়ার কথা জানাতেন। আমার প্রয়াত স্বামীর প্রতি বিশ্বস্থ হাজার হাজার নেতাকর্মীকেও আমি ব্যক্তিগতভাবে চিনি। তাদের সুখ দুঃখের সঙ্গেও আমার দীর্ঘদিনের সম্পর্ক। নেতা মারা যাবার পর শোকার্ত নেতাকর্মীরা আমাকে মানসিকভাবে অফুরান শক্তি দিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, দুর্গম হাওর এলাকার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষাসহ সবধরনের উন্নয়নে আমার স্বামী সুরঞ্জিত সেনগুপ্ত সম্পৃক্ত ছিলেন। তার অনেক স্বপ্ন ও উন্নয়ন তার মৃত্যুতে অসমাপ্ত রয়ে গেছে। দিরাই-শাল্লা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আমি সেই স্বপ্নপূরণে কাজ করতে চাই। আমৃত্যু আওয়ামী লীগের প্রতি বিশ্বস্থ আমার স্বামী আমাকেও আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়নে কাজ করার জন্য প্রভাবিত করেছেন। এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দলের সভানেত্রী শেখ হাসিনা আমাদের রাজনৈতিক অভিভাবক। আশা করি অভিভাবক হিসেবে তিনি আমাকে আমার স্বামীর অপূর্ণ স্বপ্ন পূরণে কাজ করার সুযোগ দিবেন।
উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারি দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভা করে এই আসনে সুরঞ্জিত সেনগুপ্তের পরিবার থেকে প্রার্থী দেওয়ার দাবি জানায়। এই দাবিতে রেজুলেশন করে তারা কেন্দ্রকে লিখিতভাবে অবগত করেছে। গত বুধবার শাল্লা উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটি সভা করে একই সিদ্ধান্ত নিয়ে রেজুলেশনের কপিসহ লিখিত আবেদন করে কেন্দ্র বরাবর। এভাবে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার শিক্ষাবিদ স্ত্রী জয়া সেনগুপ্তকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছে তৃণমূল আওয়ামী লীগ।
জয়াসেন গুপ্তের মনোনয়ন সংগ্রহের খবরে দুই উপজেলার তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীসহ স্থানীয় নেতৃত্বশীল নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। শাল্লায় বিভিন্ন স্থানে আনন্দ মিছিলও করেছেন। শুক্রবার বিকেল ৬টায় শাল্লা উপজেলার আনন্দপুর বাজারে স্থানীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।
জয়া সেনগুপ্তের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমীন চৌধুরী বলেন, তৃণমূলের সর্বস্তরের আওয়ামী লীগের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তাদের সমর্থন নিয়ে জয়া সেনগুপ্তের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি আমরা। এই খবরে আমাদের দুই উপজেলার নেতাকর্মীরা আনন্দিত ও উজ্জীবিত। বিভিন্ন স্থানে তারা আনন্দ মিছিলও করেছেন।
আগামী ৩০ মার্চ দিরাই-শাল্লা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!