স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনা জয় করে বাড়িতে ফিরে গেছেন ৫ উপজেলার ১৬ জন রোগী। সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন, শাল্লা উপজেলার ২ জন, দোয়ারাবাজার উপজেলার ৪ জন, ছাতক উপজেলার ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এনিয়ে শুক্রবার পর্যন্ত জেলায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১৬১ জন।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২২ জন, দোয়ারাবাজার উপজেলার ২০ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৩ জন, শাল্লা উপজেলার ১১ জন, জগন্নাথপুর উপজেলার ১২ জন, দিরাই উপজেলার ৭ জন, ছাতক উপজেলার ২৭ জন, জামালগঞ্জ উপজেলার ৭ জন, বিশ্বম্ভরপুর উপজেলার ১২ জন, তাহিরপুর উপজেলার ১৪ জন এবং ধর্মপাশা উপজেলার ১৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুৃদ্দিন ১৬জন রোগী সুস্থ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।